রাজবাড়ী প্রতিনিধি:
স্বাধীনতার স্থপতি, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সমগ্র দেশব্যাপী কর্মসূচীরঅংশ হিসেবে মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালিত হয়েছে।
মানবিক বাংলাদেশ সোসাইটি এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, আদম তমিজী হকের নির্দেশক্রমে,
বৃহস্পতিবার সকাল ৯:৩০ ঘটিকার সময়, রাজবাড়ী জেলা প্রশাসনের সামনে বঙ্গবন্ধু চত্বরে, মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে আনন্দ রেলি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন এলাকায় গিয়ে শেষ করেন এবং রাজবাড়ী রেলস্টেশনে সংগঠনের নেতৃবৃন্দরা কেক কাটেন। পরে রেলস্টেশনে থাকা অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন: মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী জেলা শাখার সভাপতি, শেখ মমিন, সাধারণ সম্পাদক- কহিনুর বেগম, সহ-সভাপতি- শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক- মামুন মিয়া, মোঃ পিয়াস শেখ, উপ- প্রচার সম্পাদক- আবিদ হাসান, রাজবাড়ী পৌর শাখার সভাপতি, শশী আক্তার সহ অন্যান্যরা প্রমুখ।
এব্যাপারে মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক- কহিনুর বেগম বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাঙালি জাতির পিতা। বঙ্গবন্ধুর জন্য আজ আমরা পেয়েছি সোনার বাংলাদেশ। মানবিক বাংলাদেশ সোসাইটি এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, আদম তমিজী হকের নির্দেশক্রমে, আমরা আজকে রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন পালন করেছি। এবং অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছি। আগামীতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।