মেহেদী হাসান নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সংবর্ধনা দিয়েছে উপজেলা সাংবাদিক ফোরাম।
শুক্রবার (০১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরআগে সকল জনপ্রতিনিধি ও অতিথিদের ফুল দিয়ে বরন, উত্তোরীয় পড়িয়ে দেয়াসহ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নলডাঙ্গা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ আব্দুস শুকুর, পৌর আওয়ামীলীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস,খাজুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন, উপজেলা সাংবাদিক ফোরাম সাধারন সম্পাদক মামুনুর রশীদ প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সহ সভাপতি আব্দুর রাজ্জাক রাজু। সংবর্ধনা অনুষ্ঠানে নলডাঙ্গা উপজেলার ৫জন চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, সকল ইউনিয়ন পরিষদেও সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণ উপস্থিত ছিলেন