হেলাল হোসেন কবির:
মহা ধুমধামে পালিত হলো গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের সংগঠন জাতীয় যুব সংহতি’র প্রতিষ্ঠা বার্ষিকী। আজ ০২ এপ্রিল’ শনিবার বেলা ১২ ঘটিকায় একটি র্যালী লালমনিরহাট শহরের মিশন মোড় থেকে শুরু করে শহরে প্রধান প্রধান রাস্তা ঘুরে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
পরে জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় যুব সংহতির আয়োজনে জেলা জাতীয় যুব সংহতি’র ৩৯ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সাভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সেখানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জাতীয় যুব সংহতি আহবায়ক হুমায়ুন কবীর। প্রধান অতিথি হিসেবে ছিলেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টি সদস্য সচিব জাহিদ হাসান লিমন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাড. নজরুল ইসলাম, সদস্য সচিব রুহুল আমিন দুদু, পৌর জাতীয় পার্টির আহবায়ক এস.এম. ওয়াহিদুল হাসান সেনা, সদস্য সচিব আলমগীর চৌধুরী।
সঞ্চালনায় লালমনিরহাট জেলা
জাতীয় যুব সংহতি’র সদস্য সচিব আশরাফ আলী খান মিঠু।