জামালপুর জেলা প্রতিনিধি-
জামালপুর জেলা আওয়ামী লীগের আয়াজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ০৭ এপ্রিল) বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এম,পি।
ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সি,আই,পি, সাবেক ভূমিমন্ত্রী আলহাজ মোঃ রেজাউল করিম হীরা, জেলা প্রশাসক মোর্শেদা জামান, পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছ
,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকলেসুর রহমান, জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ, প্রমুখ।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে
জেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।