রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের শাহজাদপুরে তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের জীবন মান উন্নয়ন এবং মানবিক সংগঠন “প্রেরণার ভাবনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃস্পতিবার শাহজাদপুর পৌর শহরের রংধনু মডেল স্কুল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি চয়ন ইসলাম। প্রেরণা সংগঠনের সভাপতি মোঃ শামসুল হক সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হানিফ পারভেজ সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ডের চেয়ারম্যান উপধ্যক্ষ রফিকুল ইসলাম বাবলা, শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন, দ্বারিয়াপুর বায়তুল আমান মসজিদের খতিব ও টিভি ব্যক্তিত্ব মাও. রাশেদুল হাসান রাশেদ সিদ্দিকী ও হিজড়া সম্প্রদায়ের বেশ কয়েকজন প্রতিনিধি।
আলোচনা সভায় প্রত্যেক অতিথি তাদের বক্তব্যে হিজড়া সম্প্রদায়ের প্রতি সমাজের সকলের দৃষ্টিভঙ্গি পাল্টানোর কথা বলেন। তারা হিজড়া সম্প্রদায়কে মূল ধারায় জীবন যাপনের জন্য সবার সহযোগিতা কামনা করেন। প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ চয়ন ইসলাম বলেন, তৃতীয় লিঙ্গ বা হিজড়া সম্প্রদায় আমাদের মতোই মানুষ। তাদের কটাক্ষ করে কথা বলা খুবই দুঃখজনক। তারাও সমাজের বিভিন্ন স্তরে নিজেদের যোগ্যতার প্রমাণ রাখছে। তাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহযোগিতা অব্যাহত রেখেছেন।
তিনি আরও জানান, হিজড়াদের মধ্য থেকে টিভি সংবাদ উপস্থাপিকা হচ্ছে, ইউপি চেয়ারম্যান হচ্ছে। এইসকল বিষয়গুলো ধারণ করে তিনি হিজড়া সম্প্রদায়ের অন্যান্যদের তাদের জীবন পরিবর্তনে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে সাবেক সাংসদ চয়ন ইসলামের পক্ষ থেকে ও প্রেরণা সংগঠনের পক্ষ থেকে তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়কে আর্থিক সহযোগিতা করা হয়।