স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপের ঐতিহ্যবাহী সুরেন্দ্রনাথ কলেজ প্রতিষ্ঠার ৫০ বছর পুর্তি – সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ১৯৭২ সালথেকে অদ্যাবধি দেশে বিদেশে অবস্হান রত সম্নানিত প্রাক্তন শিক্ষক এ শিক্ষার্থী ও বর্তমান শিক্ষক এবং শুভকাঙ্খীবৃন্দের অংশ গ্রহনে স্বাস্হবিধি মেনে ঐতিহ্যবাহী সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজে ৫০ বছর পুর্তি উদযাপনের লক্ষে এক প্রস্তুতি মুলক সভা আজ ৮ এপ্রিল শুক্রবার বিকাল চারটার দিকে বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
এতে সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শ্যামল কুমার রায়ের সভাপতিত্বে ও প্রভাসক হেমন্ত বৈদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপনমস্হিত থেকে বক্তিতা করেন বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানষ রায়, প্রাক্তন সহকারী অধ্যাপক অম্বারিষ চন্দ্র রায়,ঠাকুর দাস মহালদার, অধ্যাপক ছন্দ্রাশীল,প্রক্তন প্রধান শিক্ষক স্বপন কুমার রায়,প্রাক্তন শিক্ষক যুগোল কৃষ্ণ মন্ডল,অধ্যাপক অসিত সরকার,অধ্যাপক ধ্রুব শংকর রায়,সহকারী শিক্ষক অসিম বৈদ্য,প্রধান শিক্ষক সুকুমার মন্ডল,অধ্যাপক নিতাই সরকার সহ আরো অনেকে।সুবর্ণ জয়ন্তী উদযাপন লক্ষ্যে নির্ধারিত আলোচ্য সূচির উপর বক্তব্য উপস্থাপন করেন বক্তরা।, সভায় উপস্থিত সকল সদস্যগণ উত্থাপিত আলোচ্য সূচির উপর একমত পোষণ করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।