মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী ডিমলা উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেনের সাথে ডিমলা উপজেলা সংবাদকর্মীদের সংগঠন ”প্রেসক্লাব ডিমলা” সংবাদকর্মী নেতৃবৃন্দরা সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন।
আজ বৃহস্পতিবার (২০শে এপ্রিল) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন ”প্রেসক্লাব ডিমলা”র নেতৃবৃন্দরা।
সাক্ষাৎকালে নির্বাহী অফিসার ডিমলার সংবাদকর্মীদের সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আলোকপাত ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব ডিমলার শাখার নবগঠিত কমিটির সভাপতি, দৈনিক ভোরের কাগজ পত্রিকার ডিমলা প্রতিনিধি, সাংবাদিক মো. সরোয়ার জাহান (সোহাগ)। সাধারণ সম্পাদক, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি ও দৈনিক আনন্দবাজার পত্রিকার জেলা প্রতিনিধি, সাংবাদিক মাসুদ পারভেজ রুবেল। সাংগঠনিক সম্পাদক-১, দৈনিক সোনালী খবর পত্রিকার জেলা প্রতিনিধি, সাংবাদিক আতিকুল ইসলাম (আতিক), সহ-সভাপতি, দৈনিক বাংলাদেশ সময় ও প্রথম বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি, সাংবাদিক মো. আনোয়ার হোসেন, অনলাইন সীমান্ত টাইমসের প্রকাশক ও সম্পাদক সাংবাদিক মো. ফরিদুল ইসলাম,দৈনিক আশ্রয় প্রতিদিনের, সাংবাদিক মো. হাবিবুল হাসান হাবিব। মুক্তির ৭১ নিউজ ডটকমের স্টাফ রিপোর্টার, সাংবাদিক রুহুল আমিন প্রমুখ।