মাসুদ রানা জেলা প্রতিনিধি গাজীপুরঃ
গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে ২১ এপ্রিল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল ২০২২ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আ.ক.ম মোজাম্মেল হক এমপি, মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জনাব শামসুন্নাহার ভূইয়া এমপি, জনাব মমতাজ বেগম, জেলা ও দায়রা জজ, গাজীপুর, জনাব এস. এম. শফিউল্লাহ (বিপিএম), পুলিশ সুপার, জনাব আসাদুর রহমান কিরণ, মেয়র (ভারপ্রাপ্ত), গাজীপুর সিটি কর্পোরেশন, জনাব জামিল আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, গাজীপুর, জনাব মোহাম্মদ ইলতুতমিশ, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জনাব জাকির হাসান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর), গাজীপুর মেট্রোপলিটন পুলিশসহ জেলার সরকারি -বেসরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি , সুশীল সমাজের প্রতিনিধি, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী সহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আগত অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব আনিসুর রহমান, জেলা প্রশাসক, গাজীপুর।
ইফতার মাহফিলে দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল ইসলাম নোমাণী।