রাজনীতি সারাদেশে

পঞ্চগড় সদর উপজেলা বিএনপি’র দ্বি বার্ষিক সম্মেলন ২০২৫ সভাপতি আবু দাউদ সেক্রেটারি মাহফুজুর রহমান

বদরুদ্দোজা প্রধান পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে সদর উপজেলা বিএনপি’র সম্মেলনে সভাপতি পদে সাবেক ইউপি চেয়ারম্যান আবু দাউদ প্রধান, সাধারন সম্পাদক পদে সাবেক ছাত্রদল এবং যুবদল নেতা মাহফুজুর রহমান নির্বাচিত হয়েছে। শনিবার রাতে পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে দ্বিতীয় অধিবেশনে পঞ্চগড় জেলা বিএনপি’র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ ভোটের ফলাফল দিয়ে সভাপতি সাধারন সম্পাদকের নাম ঘোষনা করেন। সভাপতি পদে আবু দাউদ প্রধান ৪৩৬ ভোট এবং সাধারন সম্পাদক পদে মাহফুজুর রহমান বাুব ৪৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । সাংগঠনিক সম্পাদক পদে আওরঙ্গজেব ৩৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর আগে প্রথম অধিবেশন শেষে বিকাল সাড়ে তিনটার দিকে অডিটরিয়ামে দশটি ইউনিয়নের সাত শত দশ জন কাউন্সিলর অডিটরিয়ামে প্রবেশ করেন। সন্ধ্যা পর্যন্ত ভোট গ্রহন চলে। সন্ধ্যার পর জেলা বিএনপি’র আহবায়ক জাহেরুল ইসলাম কাচ্চুর নেতৃত্বে কেন্দ্রীয় দুইজন সাংগঠনিক সম্পাদকের উপস্থিতিতে ভোট গননা শুরু হয়। পরে রাত সাড়ে দশটার দিকে ভোটের ফলাফল ঘোষনা করা হয়। এদিকে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে দলীয় এব্ং জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন। পরে পঞ্চগড়ে সরকারি অডিটরিয়ামে সদর উপজেলার দশটি ইউনিয়নের সাতশত দশজন কাউন্সিলরের ভোটের মাধ্যমে সভাপতি সেক্রেটারির নির্বাচিত হয়। সম্মেলনে সভাপতি পদে দুইজন বর্তমান সদর উপজেলা বিএনপি’র বর্তমান আহবায়ক আনোয়ার হোসেন এবং জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক দুই বারের ইউপি চেয়ারম্যান আবু দাউদ প্রধান প্রতিদ্বন্দীতা করছেন। সাধারন সম্পাদক পদে বর্তমান সদস্য সচিব সেকেন্দার আলী , সাবেক ছাত্রদল এবং যুবদল নেতা মাহাফুজার রহমান বাবু এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ধাক্কামারা ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আওরঙ্গজেব, ইউনিয়ন বিএনপি নেতা মানিক প্রতিদ্বন্দীতা করছেন। উল্লেখ যে গত ২০২০ সালে পঞ্চগড় সদর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠন করা হয়।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *