আন্তর্জাতিক

ইতালিতে ঢাকা ক্লাব পাদোভার আয়োজনে বাংলা নববর্ষ উৎযাপন ও বৈশাখী মেলা অনুষ্ঠিত

জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ : বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি কে তুলে ধরে প্রবাসের মাটিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিলো ইতালির পাদোভা শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা । ঢাকা ক্লাব পাদোভার আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানে ও বৈশাখী মেলায় ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশ ও শহর হতে ঢাকা বিভাগ সহ বিভিন্ন জেলার প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন । পবিত্র কুরআন তেলওয়াত এর মধ্য দিয়ে পাদোভা স্হানীয় একটি হল রুমে আয়োজিত বর্ষবরণ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভেনেতো বিভাগের কাউন্সিলর এলেনা ওসতানেল। সাজ্জাদ খান এর সঞ্চালনায় সে সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন , বৃহত্তর ঢাকা সমিতি ইতালির নির্বাচিত সভাপতি আমিনুর রহমান সালাম , ঢাকা ক্লাব পাদোভার সভাপতি আশিকুর রহমান ইউসুফ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বৃহত্তর ঢাকা সমিতির ফিনল্যান্ড এর কামরুল হাসান জনি , বাংলাদেশ এসোসিয়েশন পাদোভার সভাপতি শরিকুল ইসলাম স্বপন , বৃহত্তর ঢাকা সমিতি ইতালির প্রতিষ্ঠাতা সদস্য সাজ্জাদুল কবির , বাংলাদেশ এসোসিয়েশন পাদোভার সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন , প্রস্তাবিত ঢাকা জেলা সমিতি ভিসেন্সা র আহবায়ক আজিজুর রহমান , পাদোভা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর এত্তা আন্দ্রেল্লা ও জোভান্নি বোয়েত্ব , মুন্সীগন্জ বিক্রমপুর সমিতি ইতালির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বৃহত্তর ঢাকা সমিতি ভিসেন্সার সাবেক উপদেষ্টা এস. এম. আলমগীর , বৃহত্তর ঢাকা সমিতি মিলান এর সাধারণ সম্পাদক আজমত উল্লাহ সিকদার রবিন , বৃহত্তর ঢাকা সমিতি তুরিনো র সভাপতি মো: মোক্তার হোসেন খান , সে সময় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মির্জা সুমন – ফ্রান্স , আওলাদ হোসেন – জার্মান , জাকির হোসেন – ইংল্যান্ড । আলোচনা সভার শুরুতে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন ঢাকা ক্লাব পাদোভার উপস্থিত সকল নেতৃবৃন্দ । সে সময় অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। বর্ষবরণ ও বৈশাখী মেলায় বাংলাদেশীরা ছাড়াও অনেক ইতালিয়ান উপভোগ করেন বৈশাখী উৎসব । মেলা প্রাঙ্গনে স্টল গুলোতে দেশীয় পিঠা, চটপটি , ফুচকা , মিষ্টি , পাশাপাশি নারী , পুরুষ ও শিশুদের পোষাক স্হান পায়। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ ও বৈশাখী মেলার সমাপ্তি ঘটে ।

 

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *