মমিনুল হক রাকিবঃ
বর্তমান সময়ের জনপ্রিয় ধারাবাহিক “ব্যাচেলর পয়েন্ট” এর চতুর্থ সিজন প্রচারিত হচ্ছে নিয়মিত। ইতিমধ্যেই দর্শক জনপ্রিয়তার শীর্ষে রয়েছে নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত এই ধারাবাহিকটি।
ব্যাচেলর পয়েন্ট চতুর্থ সিজনে বেশ জনপ্রিয়তা পেয়েছে শিমুল এবং লামিয়া চরিত্রটি। শিমুল এবং লামিয়া চরিত্রে যথাক্রমে অভিনয় করছেন শিমুল শার্মা এবং লামিমা লাম।
গল্পে তাদের দুজনের ক্যামিস্ট্রি বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শক মহলে।
গল্পে শিমুল বেশ কয়েকবার লামিয়ার সাথে দেখা করতে চাইলেও লামিয়া দেখে করেনি। তবে এবার বহু প্রতিক্ষার পর পর্দায় শিমুল এর লামিয়া কে দেখা যাবে বলে জানা গেছে। শিমুল নতুন কি কান্ড করে বসে সেটাই এখন দেখার বিষয়।
লামিমা লাম বলেন,”ব্যাচেলর পয়েন্ট সিজন থ্রি এর মাধ্যমে পরিচিতি পেয়েছি এবং খুব শীঘ্রই সিজন ফোর এ হাজির হচ্ছি। আমি উদগ্রীব হয়ে বসে আছি দর্শকদের সামনে হাজির হতে”।