রহমত আলী , গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরে গুরুদাসপুরে ভুট্টা ক্ষেত থেকে আব্দুররহিম(৪৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। রহিম উপজেলার নাজিরপুর নতুন পাড়া গ্রামের সোনা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, ব্যক্তি জীবনে রহিম সাদামাটা ও পরিশ্রমি ছিলেন। ভ্যান চালানোর পাশাপাশি তিনি বিভিন্ন লোকের আবাদী জমি লিজ নিয়ে চাষাবাদ করতেন। ধারণা করা হচ্ছে, আর্থিক লেনদেনের কারণে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহতের একমাত্র ছেলে রব্বেল আলী (১৪) বলেন, মঙ্গলবার (২৪ মে) রাত সাড়ে সাতটার দিকে তার বাবা রহিম ভ্যান নিয়ে বাড়ি থেকে হয়ে আর ফিরেননি। ভ্যান গাড়িটি নাজিরপুর ডিগ্রি কলেজের পাশে তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া যায়নি। খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রতিবেশি আবেদ হাজীর ভুট্টা ক্ষেত থেকে গভীর রাতে তারমরদেহ দেখতে পাওয়া যায়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। লাশ ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।