সারাদেশে

কুড়িগ্রামে ল্যাটিন নির্মাণে নয় ছয়।। দেখার যেন কেউ নেই

কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামে বিশ্বব্যাংকের অর্থায়নে ল্যাটিন নির্মাণে  যত অনিয়ম ও নয় ছয়। যেন দেখার কেউ নেই।।জানা গেছে জেলার অন্যান্য ইউনিয়নের মত কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে প্রায় ২৩০ অসচ্ছল পরিবারের মাঝে বিশ্বব্যাংকের অর্থায়নে ল্যাটিন বরাদ্দ  আসে। এই কাজের তত্ত্বাবধানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োজিত রয়েছেন। সূত্রমতে জানা যায়, প্রতিটি ল্যাটিন নির্মাণের জন্য  ৩৫ হাজার টাকা বরাদ্দ থাকলেও নয় ছয় ভাবে নির্মাণের কাজ চলছে। ভুক্তভোগী অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে,জি এই তার দিয়ে তৈরি ১০ টি রিং,অচল বালু ৫ বস্তা,   নিম্নমানের খোয়া ৪ বস্তা, সিমেন্ট ১ বস্তা, জি এই তার দিয়ে তৈরি ৪ টি সিড়ি, কম দামি রঙ্গিন ৮ পিস  টিন,জি এই তার দিয়ে তৈরি পেন, সেফটি ট্যাংকি, দিয়ে প্রতিটি ল্যাটিন  সুবিধাভোগীদের বাড়িতে নির্মাণ করা হচ্ছে। ইটের কোন বালাই নেই। সচেতন মহল মনে করছেন ১০/১২ হাজারের মধ্যে  এই ল্যাটিন গুলো  নির্মাণ করা হচ্ছে। ভোগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান বলেন, প্রতিটি লেট্রিন নির্মাণের জন্য ৩৫ হাজার টাকা বরাদ্দ থাকলেও মাত্র ১০/১২ হাজারের মধ্যে  এগুলো নির্মাণ করা হচ্ছে। এ অবস্থায় আমরা চেয়ারম্যান মেম্বাররা সুবিধা ভোগিসহ সচেতন মহলের নানা প্রশ্নের সম্মুখীনে পড়েছি। চেয়ারম্যান  আরো বলেন, শুধু এই ইউনিয়নে নয় অন্যান্য ইউনিয়নেও একই অবস্থা চলছে বলে জানতে পেয়েছি।   বর্তমান সরকার দেশের দুর্নীতি বন্ধ কল্পে নানা পদক্ষেপ গ্রহণ করলেও এখানে সংশ্লিষ্ট ঠিকাদার  কিভাবে দুর্নীতি করে কাজ করছেন আর তার খুঁটির জোর কোথায়  তা খতিয়ে দেখলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসতে পারে বলে সচেতন মহল মনে করছেন।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *