ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বিদ্যালয় হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুর রহমান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহিন জাহান চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণীতে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, উত্তর লরাবাক সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম, মেহের ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা ইয়াসমিন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম, পিটিএ কমিটির সভাপতি তারেকুল হাসান (তারিক)। সহকারী শিক্ষক শফিউল আলমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ খান, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি শাপলা, পরিচালনা কমিটির সদস্য রফিকুল ইসলাম (রফিক), মোহনভিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান আলী চৌধুরী, মহেশখালী সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদা বেগম, দক্ষিণ লরাবাক জমিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাংবাদিক শেফাইল উদ্দিন, সাংবাদিক কাফি আনোয়ার, অভিভাবক শফিউল আলমসহ পরিচালনা কমিটির সদস্য, সদস্যা, অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক- শিক্ষিকা ও অধ্যায়নরত শিক্ষার্থীরা। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে মুসতাহিদা আলম নোমা। গীতা পাঠ করে অরিত্রি সাহা।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেয় সুপা সাইরু সুর্ণা।
এতে বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে বিজয়ী ৭ জনকে ক্রেস্ট প্রদান করা হয়। শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ২৮টি ইভেন্টে বিজয়ী ১৩৮ জন বালক-বালিকার হাতে পুরস্কার তুলে দেয়া হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে।
সর্ম্পকিত খবর সমূহ.
November 21, 2024