তাহিরপুরে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা রায়হান কবির।
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
তাহিরপুর উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নস্ত বাজার হতে গোবিন্দ ম্রী পাকা রাস্তার কাজের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব রায়হান কবির ।
রবিবার সকালে সদর ইউনিয়নের জনগনের দির্ঘদিনের স্বপ্নের রাস্তা পাকা করন উদ্বোধন করা হয়।
এই গুরুত্বপুর্ন রাস্তাটি পাকাকরন সমাপ্ত হলে এই এলাকার জনগনের দুর্ভোগ লাঘব হবে,এই রাস্তাটি দিয়ে প্রতিদিন সরকারি স্কুলের হাজার হাজর শিক্ষার্থীরা যাতায়াত করার পাশাপাশি পাশবর্তী ইউনিয়নের জনগন এই রাস্তাতেই তাহিরপুর বাজার সহ উপজেলার কাজে যাতায়াত করে থাকেন। জনগুরুত্বপূর্ণ রাস্তাটি উদ্বোধন কালে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পৌকশলী জনাব ইকবাল কবির, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র ণারায়ন বৈশাখ,তাহিরপুর উপজেলা প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আহসানুজ্জামান শোভন, সাধারন সম্পাদক আবুল কাশেম, বর্তমান কমিটির সভাপতি আশরাফুজ্জামন ইমন,সুনামগন্জ জেলা ছাত্রলীগ সম্মানীত সদস্য পুলক হাসান,সহ এলাকার জনগন ও টিকাদারী প্রতিষ্টানের প্রতিনিধি বৃন্দ,ভাঠি তাহিরপুর গ্রামের বাসিন্দা তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা বলেন দেশ রত্ন শেখ হাসিনা দেশের মানুষের জন্য অভুতপুর্ব উন্নয়ন করে যচ্ছেন। সেই উন্নয়নের সহ যাত্রী আমরা তাহিরপুর বাসী, দির্ঘদিনের স্বপ্নের রাস্তা বাস্তবায়ন হতে চলেছে, এই রাস্তাটির কাজ সম্পন্ন হলে এই এলাকার ছাত্রছাত্রী সহ জনগনের দুর্ভোগ লাগব হবে, আমরা তাহিরপুর বাসী জননেত্রী শেখ হাসিনার কাছে চিরকৃতজ্ঞ, রাস্তাটির কাজ যেন সঠিকভাবে সম্পন্ন হয় সে জন্য সকলকেই সজাগ দৃষ্টি রাখতে হবে,শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ। তাহিরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব রায়হান কবির বলেন, দির্ঘদিন ধরে এই এলাকার জনগন যাতায়াত করতে অনেক কষ্ট পোহাতে হয়েছে, স্কুলের কুমলমতি শিশুরা স্কুলে যেতে কষ্ট হতো, আজ রাস্তাটির পাকা করনের কাজ উদ্বোধন করা হলো রাস্তাটির কাজ সম্পন্ন হলে এই এলাকার জনগনের কষ্ট দুর হবে, সরকার দেশের জন্য উন্নয়ন করে যাচ্ছেন,আমরা সরকারের উন্নয়ন মুলক কাজগুলো স্থানীয়ভাবে বাস্তবায়ন করাই হলো আমাদের লক্ষ্য।