মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বগুড়া ধুনটে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
মাসুম বিল্লাহ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ই জুন) সকাল ১০টার থেকে ধুনট উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা কৃষি অফিসের হল রুমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত সভাপতিত্ব দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনলাইন ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউর হক। মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হল আমার বাড়ি আমার খামার, আশ্রয়ণ, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম,নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, ও পরিবেশ সুরক্ষা। মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বগুড়া অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাসুম আলী বেগ। এসময় আরও উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই খোকন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বরকত উল্লা, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহাসিন আলম, উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ ফেরদৌসছি বেগম ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলিম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল্লা আল কাফি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম, ধুনট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ রফিকুল আলম, ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন, ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম,এ রাশেদ,ধুনট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আশাফ আলী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার অরুন দেবনাথ, উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান,ধুনট পল্লী বিদ্যু এজিএম মোঃ শামসুল হক, গোপাল নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম, নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ সোনিতা নাসরিন রিপন, চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন জুয়েল, গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান বাচ্চু, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএমএস মল্লিক,ধুনট সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব এস এম মাসুদ রানা,এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক, চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাসানুল করিম পুটু, কালের পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন শিপন, ভান্ডার বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন বাবু,ধুনট উপজেলা লাইট হাইস এর কর্মকর্তা মোছাঃ সানজিদা নাসরিন,ধুনট ইসলামিক ফাউন্ডেশন সুপারভাইজার মোঃ আরিফুল ইসলামসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন ।