মোঃ সিফাত হোসেন,পটুয়াখালী প্রতিনিধিঃ
আজ মঙ্গলবার সকাল ১১ টায় ইউনিসেফ এর সহযোগীতায় ও দি হাঙ্গার প্রোজেক্টের অয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে পটুয়াখালী জেলা সমম্বয়কারী আবুল হোসেন তালুকদারের সঞ্চালনায় ও প্রকল্পের বরিশাল বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল ইসলাম শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মো. সিদ্দিকুর রহমান, পেশ ইমাম উপজেলা পরিষদ জামে মসজিদ, বীর মুক্তিযোদ্ধা সন্তস ঘোসাল, ঠাকুর পূর্ব জননী শ্রী শ্রী দূর্গা কালী মন্দির।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল ইসলাম শাহীন বলেন, করোনা শেষ হয়ে যাননি যে কোন সময় ভয়াবহ রুপ ধারন করতে পারে। তাই ঝিমিয়ে পরা জনগোষ্টিকে সচেতন করার লক্ষে ইউনিসেফ ও হাঙ্গার প্রোজেক্টে এমন উদ্দোগ নেয়ার জন্য সাধুবাদ জানান এবং করোনা থেকে বাঁচার বিভিন্ন উপায় তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মো. সিদ্দিকুর রহমান বলেন, ২০২০ সালের ৮ মার্চ প্রথম বাংলাদেশে করোনা ছড়িয়ে পরে এবং শুরুতেই দুমকীতে একজন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। তখন কার কিছু স্মৃতি সকলের মাজে তুলে ধরেন এবং সকলকে সচেতন হতে উদ্ভুদ্ধ করেন।
এ সময় প্রকল্পের একাউন্টস অফিসার মো. আবদুল কাদের ও জেলা ইনফরমেশন সার্ভিস প্রভাইডার আফরিন জাহান নীনাসহ অন্যান্য ভলান্টিয়ারগন উপস্থিত ছিলেন।