বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
শেখ হাসিনার মূলনীতি, গ্রাম-শহরের উন্নতি স্লোগানে, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় প্রাণহানির ঝুঁকি কমাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের উপকূলীয় অঞ্চলে মাছ ধরার নৌকাগুলিকে জীবনরক্ষাকারী সামগ্রী প্রদান ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বড়মানিকা ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ রাজিব আহমেদ, বিশেষ অতিথি বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এর উপস্থিতিতে ১৪০ জন জেলেদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ ( LOGIC) প্রকল্পের সহযোগিতায় বড়মানিকা ইউনিয়ন পরিষদ কার্যালয় ১৪০ জন অসহায় জেলেদের মাঝে বয়া, লাইফ জ্যাকেট, রেডিও,টসলাইটসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় সকল ইউপি সদস্য ও লজিক প্রকল্পের কর্মকর্তাগনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।