উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
ভারতের ক্ষমতাসীন বিজেপির বহিষ্কৃত নেতা নূপুর শর্মার মহানবী মুহাম্মদ (সঃ)কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বাগেরহাটের কচুয়ায় নবী প্রেমী তাওহীদি জনতার ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।১৪ জুন (মঙ্গলবার) বিকাল ৫ টায় কচুয়া উপজেলার ডিগ্রি কলেজ মাঠ থেকে স্থানীয় হাজার হাজার মুসল্লি রেলী সহকারে কচুয়া উপজেলা জিরোপয়েন্টে জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন।
সমাবেশে কচুয়া প্রেস ক্লাবের সেক্রেটারি কাজী সাইদুজ্জামার এর সঞ্চলনায় কোরআনে কারিম থেকে তেলোয়াত করেন কচুয়া উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা শহিদুল্লাহ।
পথসভায় সভাপতি হিসাবে বক্তব্য রাখেন পদ্মনগর মাদরাসার মুহতামিম খাদেমুল ইসলাম,মুফতি সরদার ইমরান হুসাইন।তিনি তার বক্তব্যে নবী কারিম(সঃ)এর ইজ্জত অক্ষুণ্ণ রাখতে সর্ব স্থরের মুসলিম জনগোষ্ঠীকে ধর্মীয় চেতনা সম্মুনত রেখে সাহাবায়ে কেরামের আর্দশে জীবন গঠন ও বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে তার যথাযথ বাস্তবায়ন করার আহবান জানান।
একি সাথে মুফতি সরদার ইমরান হুসাইন প্রতিবাদ সভার পক্ষ থেকে চার দফা দাবি তুলে ধরে বলেন, মহানবী সম্পর্কে কুরুচিপূর্ন মন্তব্যের জন্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্টীয়ভাবে নিন্দা প্রতিবাদ জানাতে হবে,এ কাজে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে,জাতীয় শিক্ষা ব্যবস্থায় মহানবী(সঃ) এর জীবনাদর্শ পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত করতে হবে,চলমান ইস্যুকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন স্থানে অন্যায় ভাবে মুসলিম নিপিড়নের যে ঘটনা ঘটেছে তা অবিলম্বে বন্ধ করতে হবে।
এদিন সমাবেশে আরও বক্তব্য রাখেন,মাওলানা মঈনুল ইসলাম,নায়রে মোহতামিম কচুয়া কওমি মাদরাসা,কচুয়া হাসপাতাল জামে মসজিদের ইমাম মুফতি হুসাইন আহমদ ইকরাম,কচুয়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোঃশাহ আলম,ইমাম হাজরা জামে মসজিদের ইমাম মুফতি মাসুম বিল্লাহ,গোপালপুরের বায়তুস সালাত জামে মসজিদের খতিব হাফেজ মোঃ নুরুল ইসলাম,হাজরাখালী ক্বারী মোঃআবু জাফর সহ অন্যান্য আলেম ওলামা বৃন্দ।পরে বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মুসল্লিদের অংশ গ্রহণের মধ্য দিয়ে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষ হয়।
সর্ম্পকিত খবর সমূহ.
November 21, 2024