তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগন্জের তাহিরপুরে প্রধানমন্ত্রীর দশটি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বোধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগীতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব জাহাঙ্গীর আলম। এতে উপজেলা নির্বাহী অফিসার জনাব রায়হান কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলার জননন্দিত উপজেলা চেয়ারম্যান হাওর এলাকার গনমানুষের নেতা সদা হাস্যজ্জল সাদা মনের মানুষ, বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল। বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আলীমর্তুজা। মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,
কর্মশালায় প্রধানমন্ত্রী ঘোষিত ১০ উদ্ভাবনী উদ্যোগের বিষয়ে উপস্থাপন করেন তাহিরপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রায়হান কবির।
কর্মশালায় উপস্থিত ছিলেন, বালিজুরি ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব আজাদ হোসাইন, দঃ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আলী আহমেদ মুরাদ, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র ণারায়ন বৈশাখ,ডাঃ মাজহারুল হক,মনোলাল রায় শাখা ব্যাবস্থাপক পল্লী সঞ্চয় ব্যাংক,আবু সাঈদ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, এন্ড্রো সালমার, তৌফিক আহমেদ সমাজসেবা কর্মকর্তা, ইকবাল হোসেন ভুঞা যুব উন্নয়ন কর্মকর্তা, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, সাংবাদিক আবুল কাশেম আশিষ আচার্য্য, উপজেলা সমবায় কর্মকর্তা,রমজান আলী উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,শিক্ষক ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহিত ১০টি বিশেষ উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগ সমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করে প্রশাসন। কর্মশালায় জানানো হয় পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ নামে পরিচিত। এ উদ্যোগগুলো প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন ২০২১ অর্জনসহ দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। সমাজের প্রান্তিক জনগোষ্ঠী তথা দুস্থ, বিধবা, প্রতিবন্ধী ও বৃদ্ধ মানুষকে সহায়তা করার জন্য সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যে মাসিক ভাতা চালু করেছিল, সব মহলেই তা আজ প্রশংসিত হয়েছে।