স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপে বির্তকিত বাজুয়া -দিগরাজ খেয়া ঘাটে অবশেষে বইতে শুরু করেছে শান্তির সুবাতাস। দাকোপ উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের ঐকান্তি প্রচেষ্টায় ও লাউডোব ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান শেখ যুবরাজের নিজস্ব তত্বাবোধনে গ্রহণ করা হয়েছে নানা মুখি উদ্যোগ। ঘাট ইজারাদারদের নিজস্ব ট্রলার ছাড়াও যথারীতি পেশাজিবী মাঝিদের জলদি খেওয়া। পারাপার বাবদ জন সাধারনের সামর্থের মধ্যে সরকারী নিয়মের মধ্যে নামিয়ে আনা হয়েছে। টোল বোর্ড দৃশ্যমান স্হানে টানানো বাধ্যতা মুলক করা হয়েছে।
মালামাল ও অন্যান্য ভাড়া সরকারি নীতিমালা অনুযায়ী প্রদান করবেন যাত্রীগন। জনচলাচলে গুরুত্ব পূর্ণ দিন গুলোতে ইজারাদারের আরোও অতিরিক্ত ট্রলার সংযোজন করা হবে।
ঘাট উন্নয়নে নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস ও লাউডোব ইনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ যুবরাজ ইতিমধ্যে সংশ্লিষ্ট দফতরে অব্যাহত যোগাযোগ রক্ষা করে চলেছেন। এক প্রতিক্রিয়ায় চেয়ারম্যান শেখ যুবরাজ বলেন, ঘাটে কোন প্রকার নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবেনা। অল্প কিছু দিনের মধ্যেই বিস্তৃত চরে ঘাট নির্মাণ করে জনভোগান্তি নিরসন করা হবে। তিনি আরোও বলেন, এলাকার যুব সমাজ ও বিভিন্ন সংগঠন ঘাটের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে বিভিন্ন সভা সমাবেশ করে সময়ের ন্যায্য দাবিকে প্রতিষ্ঠিত করেছে। আমি সকলকে ধন্যবাদ জানাই । এখন থেকে ঘাট আমার তত্তবাবধায়নে থাকবে।