মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁও বাজার ও বাস স্টেশনে আজ ধর্মপ্রাণ জনতার বিরাট বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও সর্বস্তরের ধর্মপ্রাণ জনতা এ কর্মসূচির আয়োজন করে। বাজারের হাইস্কুল মাঠে সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ কামালসহ শীর্ষ আলেমরা। এর আগে বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ সহকারে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা স্কুল মাঠে সমবেত হন। বিক্ষোভকারীরা “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জেগেছেরে জেগেছে, নবীপ্রেমিক জেগেছে, বদর যুদ্ধের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, এ্যকশন এ্যকশন, ডাইরেক্ট এ্যকশন, প্রভৃতি স্লোগানে এলাকা মুখরিত করে তোলে। তাদের সাথে যোগ দেয় বাজারের ব্যবসায়ী সহ অনেকে। বক্তারা বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির শীর্ষ দুই নেতা নুপুর শর্মা ও নাভিল জিন্দাল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ(সঃ) ও হযরত আয়েশা(রাঃ) কে লক্ষ্য করে অবমাননাকর মন্তব্য করে বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত দিয়েছে। এর শাস্তি তাদেরকে পেতেই হবে। ধর্মপ্রাণ মুসলমানরা তাদের এই অবমাননা কখনো মেনে নেবেন না। অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন উপস্থিত আলেম ও সাধারণ জনতা। পরে বিরাট বিক্ষোভ মিছিল সহকারে আয়োজকরা বাজারের প্রধান সড়ক ডিসি রোড হয়ে বাস স্টেশন এলাকা প্রদক্ষিণ করেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে ঈদগাঁও মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসা, মাদ্রাসা ইসলামিয়া কাসেমুল উলুম বোয়ালখালী, ঈদগাঁও দক্ষিণ মাইজ পাড়ার সর্বস্তরের মুসলিম উম্মাহসহ বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণমানুষ অংশ নেন।
সর্ম্পকিত খবর সমূহ.
November 21, 2024