খুলনা ব্যুরো অফিসঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার সাধারণ খামারিদের বিপদের বন্ধু (ইউএলও) অমল কুমার সরকার বদলি ও সিআইজি খামারিদের সরকারী প্রকল্পের প্রায় কোটি টাকা উত্তোলনের দাবিতে খামারিরা বিক্ষোভ সমাবেশ করেন।
১৯শে জুন ২০২২ রবিবার সকাল সারে ১০টায় কলারোয়া উপজেলার ফুটবল মাঠে উপজেলার ১২ টি ইউনিয়নের সিআইজি সভাপতি, সাধারণ সম্পাদক সহ ভুক্তভোগী সদস্য ৭৬০ জন বিক্ষোভ সমাবেশ করেন।এ সময় খামারিদের সাথে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি ফিরোজ আহমেদ স্বপন। তিনি খামারিদের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, কিছু সাংবাদিক কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার অমলকুমার এর বিরুদ্ধে মিথ্যা নিউজ প্রচার করে উক্ত বাজেটটি বন্ধ করেছেন।
অমলকুমার এর বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আপনাদের অধিকার ফিরে পেতে আমাকে পাশে পাবেন বলে খামারিদেরকে আশ্বাষ প্রদান করেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি।
তিনি আরো বলেন কলারোয়া উপজেলার খামারিদের পাশে থেকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন অমল কুমার সরকার তাকে উপজেলা থেকে বদলি করে সরকারি কাজে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে আমরা এটা হতে দেবো না বলে অঙ্গীকার করেন।
বিক্ষোভ সমাবেশে আগত ভাদিয়ালি সিএইজি কমিটির সভাপতি বলেন আমরা ২০০৯ সাল থেকে সিআইজি গঠন করি তারপর থেকে এই পর্যন্ত তেমন কোনো প্রকল্প সরকার আমাদেরকে দেয়নি অমল কুমার সরকার আসার পর থেকে এই প্রথম বড় কোনো প্রকল্প আমাদের হাতে এসেছিল কিন্তু কিছু সাংবাদিক এবং সরকারের প্রকল্প বাস্তবায়নে ঈশ্বরী তো হয়ে আমাদের প্রকল্প টি বন্ধ করে দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে এবং অমল কুমারের মতন একজন সৎ যোগ্য কর্মকর্তাকে বদলির অপচেষ্টা চালাচ্ছে আমরা অবিলম্বে তার বদলি বাতিল এবং প্রকল্প বাস্তবায়নের দাবি রাখছি।
সিআইজি বিক্ষোভ সমাবেশে আগত একজন খামারী জানান অমল কুমার সরকার আসার পর থেকে আমরা সরকারের সকল সুযোগ-সুবিধা পেয়ে আসছি বিগত বছরগুলোতে আমরা এতগুলো সুযোগ সুবিধা পায়নি পার্বতী করতে পারে সরকারের
উক্ত বিক্ষোভ সমাবেশ থেকে সিআইজি সভাপতিরা উপজেলা ইউএনও স্যারের নিকটে স্মারকলিপি জমা দেন।