ফায়সাল মাহমুদঃআজ ২৫ জুন শনিবার রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর কলেজে সপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন উপলক্ষে তাহেরপুর কলেজের অধ্যক্ষ মোঃ মোবারক আলী স্যারের উদ্যোগে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু।
এর মাধ্যমে লৌহজং, মুন্সিগঞ্জের সাথে শরিয়তপুর ও মাদারীপুর যুক্ত হবে, ফলে দেশের দক্ষিণ-পশ্চিম অংশের সাথে উত্তর-পূর্ব অংশের সংযোগ ঘটবে। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু হতে যাচ্ছে এর ইতিহাসের একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প। ৬.১৫০ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৮.১০ মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হচ্ছে দেশটির সবচেয়ে বড় সেতু। পদ্মা সেতু আমাদের জন্য বড় একটি পাওয়া।
এরই প্রেক্ষিতে তাহেরপুর কলেজ ক্যাম্পাসে আজ আনন্দ র্যালি ও আমাদের দেশের উন্নয়ন নিয়ে কিছু বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ মোবারক আলী।
সেখানে উপস্থিত ছিলেন তাহেরপুর কলেজের অধ্যক্ষ মোঃ মোবারক আলী, শিক্ষক প্রতিনিধি মোঃ মাহাবুর রহমান বিপ্লব সহ সকল শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ।