মোঃ রায়হান জমাদ্দার স্টাফ রিপোর্টারঃআজ ৭ জুলাই সরকারি নলছিটি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব মো. সামছুল আলম বাহার স্যারের শেষ কর্মদিবস। সুদীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য আলেকিত মানুষ গড়েছেন। শেষ অধ্যায়ে প্রবীণ এ শিক্ষক নিজেকে নিয়োজিত করতে চান সমাজসেবায়। তিনি শিক্ষক হিসেবে সফল হয়েছেন। অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ের মনিকোঠায় রয়েছেন তিনি। শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন গুণী এ শিক্ষক।
দীর্ঘ পথচলায় তিনি সহকার্মীদের আন্তরিকতা ও সহমর্মিতা এবং ছাত্র ছাত্রীদের শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিকতায় ধন্য বলে জানান।
তিনি তাঁর কর্মজীবনের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত সকল সহকর্মীদেরপ্রতি অসীম শ্রদ্ধা ও ভালোবাসা এবং সকল ছাত্রছাত্রীদের প্রতি স্নেহ, ভালোবাসা ও দোয়া আমৃত্যু অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাও চেয়ে সকলের কাছে দোয়া কামনা করেছেন।
আমি স্যারের দীর্ঘায়ু সুস্বাস্থা ও আন্দনময় জীবন কামনা করি।