তৌহিদুর রহমান পলাশঃ হবিগঞ্জ-বানিয়াচং সড়কে দুর্ঘটনায় এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। নিহত মানিক মিয়া (৫০) বানিয়াচং উপজেলা সদরের জাতুকর্ণপাড়া উত্তর হাটি গ্রামের উমেদ উল্লার পুত্র। বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা ২ টার দিকে সড়কের শুঁটকি ব্রীজের নিকটবর্তী অলিয়ার ভাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মানিক মিয়া মোটর সাইকেল যোগে হাওরে মাছ শিকার করতে যাচ্ছিলেন। এসময় একটি পিক-আপের ভ্যানের ধাক্কায় তিনি মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন। এতে তার মাথা ফেটে মগজ বের হয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার পরপরই ঘাতক পিক-আপ ভ্যানটি পালিয়ে যায়।