জান্নাতুল ফেরদৌস কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ ভেড়ামারায় পদ্মা নদীর তলদেশ থেকে অবাধে বালু উত্তোলনের কারনে সৃষ্ট নদী ভাঙন রোধ এবং নদীগর্ভ থেকে বালু উত্তোলন বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবিতে গত রোববার সকালে এলাকাবাসীর উদ্যোগে এক শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উল্লেখ্য, বেশ কয়েকবছর ধরে পদ্মা নদীর তলদেশ থেকে অবাধে বালু উত্তোলন করছে এলাকার চিহৃিত প্রভাবশালী গোষ্ঠী। এর বাইরে নদীর পাড় থেকে ফ্রিস্টাইলে মাটিও কাটা হচ্ছে। একারনে পদ্মা নদীর তীরবর্তী ভেড়ামারা উপজেলার পশ্চিম বাহিরচর, ১২মাইল, মসলেমপুর ও টিকটিকি পাড়া গ্রামের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ নদী ভাঙনের সৃষ্টি হয়ে বসতভিটা, ফসলী জমি ও ফলজ বাগান নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে পাবনা-কুষ্টিয়া ভায়া ভেড়ামারা মহাসড়ক। এমতাবস্থায় আতঙ্কিত এলাকাবাসী নদীর তলদেশ থেকে অবাধে বালু উত্তোলন ও নদীর পাড় থেকে মাটি কাটা বন্ধের দাবিতে টিকটিকি পাড়াস্থ নদীর তীরে এক শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে। কিছুদিন পূর্বেও অনুরুপ আরেকটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছিলো। এই মানববন্ধন কর্মসূচিতে বাহিরচর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক আবু হাসান@ আবুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।।
সর্ম্পকিত খবর সমূহ.
November 21, 2024