মোঃ সাজ উদ্দিন সাজু, সিলেট প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাঃ দীপু মনি, এমপি সকালে সিলেট এসে পৌঁছেছেন।
১৮ জুলাই সোমবার সকাল ১০:০০ ঘটিকায় সিলেট সার্কিট হাউজে সিলেট জেলার শিক্ষা বিভাগের কর্মকর্তাগণের (সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজার ও পাইলট প্রজেক্টের আওতাসমূহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ) সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান খান, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর কবীর আহাম্মদ, সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, জেলার সকল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজার, পাইলট প্রজেক্টের আওতাসমূহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ সরকারি বিভিন্ন কর্মকর্তা, জেলা পুলিশ ও নেতৃবৃন্দ।
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, এমপি সিলেট জেলার শিক্ষা বিভাগের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় বন্যা পরবর্তী সময়ে সিলেট জেলার শিক্ষা কার্যক্রম, ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান, পাঠ্যপুস্তকের চাহিদা, এসএসসি এর নতুন পাঠ্যক্রম, এমপিওভুক্তি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।