মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজারেরঃ
কক্সবাজারের ঈদগড়ে পুলিশের অভিযানে মাদক মামলার দুই মহিলা আসামি আটক হয়েছে ।
৮ আগস্ট বিকেলে স্থানীয় চরপাড়া থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিক নির্দেশনায় ইদগড় পুলিশ ক্যাম্প ইনচার্জ এস,আই জাফর উল্লাহর নেতৃত্বে ঈদগড় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ৮ ই আগস্ট বিকাল তিনটায় ঈদগড় চরপাড়া এলাকা থেকে মাদক মামলার পলাতক আসামি জাহানারা বেগম (৫০), স্বামী- মোঃ ফেরদৌস ও মোহসেনা আক্তার (৪৫) স্বামী- উলা মিয়াকে গ্রেপ্তার করেন।
আসামীদের কে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানান অভিযান পরিচালনাকারী এস,আই জাফর উল্লাহ।