স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃমহাধুম ধাম ও উৎসব মুখর পরিবেশের মধ্যে দিযে দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়ন আন্ত ওর্যাড ফুটবল টুর্ন্নামেন্টের খেলা ৮আগষ্ট সোমবার বিকাল চারটার দিকে প্রথম পর্যায়ের শেষ খেলাটি বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রী কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
দাকোপ উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ৮ নং বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস মুকুল রায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন। এসময় চেয়ারম্যান মানস মুকুল রায় বলেন খেলাধুলার মাধ্যমে শররীক ও মানসিক বিকাশ ঘটে, লেখাপড়ায় অগ্রধিকার দিয়ে খেলাধুলার প্রতি সকলের মনোযোগী হওয়া প্রয়োজন। খেলাধুলা একজন খেলোয়াডকে শৃঙ্খলা রক্ষায় অভ্যস্হ করে তোলে।খেলার মাধ্যমে ভালখেলোয়াড তৈরী হলে তারা
দেশ বিদেশে সুনাম বয়ে আনতে পারে।তাই নতুন প্রজম্বকে খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে।সুস্হতা রক্ষায় খেলাধুলা অতান্ত্য গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে।
বিশেষ অতিথি ছিলেন বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অপারাজিত মন্ডল অপু,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তুষার রায়,বাজুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উৎপল দাস,প্যানেল চেয়ারম্যান অসিম রায়,ইউপি সদস্য দীনবন্ধু মন্ডল,ইউপি সদস্য জয়দেব রায় ইউপি সদস্য বিশ্বজিত সরকার,ইউপি সদস্য মাখন ঘোরামী সংরক্ষিত আসনের সদস্য মিনতী রায়।
হাজার ক্রিড়ামুদি দর্শকের সমগমে মাঠটি পরিপুর্ণ হয়ে উঠে ব্যাপক প্রতিদদ্বিতার মধ্যে টুর্ন্নামেন্ট এ বাজুয়া ৫ নং ওর্য়াডের এর প্যানেল চেয়ারম্যান( ১) উৎপল দাস ও ২ নং ওর্য়াডের প্যানেল চেয়ারম্যান (২) অসিম রায় এর সাথে প্রতিদ্বিতায় ৫ নং ওর্য়াড ০৫ -০১ গোলে ২ নং ওর্য়াড ফুটবল দল কে পরাজিত করে।