নূর ইসলাম,বিরামপুর,দিনাজপুর প্রতিনিধিঃবিরামপুরে যথাযথ মর্যাদায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। দিনটি পালনে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শুক্রবার (১৯ আগস্ট) বিরামপুর বারোয়ারী কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির, শ্রী শ্রী কৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।
বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবমূখর পরিবেশে বিরামপুর ঢাকা মোড়, স্টেশন রোড বিরামপুর নতুন বাজার,কলাবাগান, হাসপাতাল রোড হয়ে ইসলাম পাড়াসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি,উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু,পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী,
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু,সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, সহ-সভাপতি দিলীপ কুন্ডু,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার,
অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত,
বিরামপুর পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ শিশির সরকার, সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডুসহ পূজা উদযাপন পরিষদের নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও দিনটি পালনে পূজা, অঞ্জলী প্রদান, প্রার্থনা, আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়।