সারাদেশে

দাকোপের আর্য্যহরি সভার আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপিত হবে ২৭ জুন শুক্রবার

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান সনাতন ধর্মবিশ্বাসীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের ৮ দিনব্যাপী রথযাত্রা শুরু হচ্ছে বাংলা ১২ আঘাড় ইংরাজি ২৭ শে জুন শুক্রবার সকাল ১০ টায়। সনাতণী রীতি অনুযায়ী প্রতিবছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা।এলক্ষে বাজুয়া -খুটাখালী আর্য্যহরি সভা মন্দিরের আয়োজক কমিটি বণাঢ্য শোভাযাত্রা সহ নানা ধর্মীয় আচারণুষ্ঠান মালার মাধ্যমে আনন্দ মূখর পরিবেশে আটদিব্যাপী শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করেছে। আগামী ২০ আষাড় ১৪৩২ ইং৬ জুলাই ২০২৫ শনিবার বিকালে উল্টো রথের বণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে এই উৎসব শেষ হবে। এই উপলক্ষে আর্য্যহরিসভা মন্দিরে অনুষ্ঠানে রয়েছে ভগবাত কথা,হরিনাম সংকির্তন,বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ,মহাপ্রসাদ বিতরণ আলোচনা সভা শ্রীমদ্ভাগবত গীতা পাঠ।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *