
বোরহানউদ্দিনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষ মেলা,আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন

মোঃ সাইফুল ইসলাম আকাশ ভোলা জেলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে শোভাযাত্রা,আলোচনা সভা, বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা। ২৫ জুন বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ এসব কর্মসূচি পালিত হয়। “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশব্যাপী একযোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্প্রসারিত হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়,পরে পরিষদ চত্বরে শোভাযাত্রা বের করা হয়। আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঞ্জুর এ এলাহী মোঃ আলামিন,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা এনামুল হক প্রমুখ। এছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক দূষণের প্রভাব সম্পর্কে ক্রমবর্ধমান বৈজ্ঞানিক প্রমাণের উপর আলোকপাত করে এবং প্লাস্টিকের ব্যবহার প্রত্যাখ্যান, হ্রাস, পুনঃব্যবহার এবং পুনর্বিবেচনা করার জন্য গতি সঞ্চারের তাগাদা দেন। বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ চুক্তির মাধ্যমে প্লাস্টিক দূষণ বন্ধ করার জন্য গৃহীত প্রতিশ্রুতিকেও আরও জোরদার করার আহ্বান জানান।