স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ১৯৭৫ সালের ১৫ আগষ্ট মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতক চক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত–নিপীড়িত মানুঘের মহান নেতা বাংলা ও বাঙালির হাজার বছনের আরধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস স্বাধীন বাংলাদেশের স্হপতি,
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান কে সপরিবারে হত্যা করা হয় জাতির পিতার খুনী ও তাদের উত্তরসুরীরা এখন ও সক্রিয়,তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। ২১ আগষ্টের গ্রেনেড হামলা সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ,এদের প্রতিহত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে রূপকল্প- ২০৪১ বাস্তবায়ন করতে হবে। লাল সবুজের পতাকার সম্নান অক্ষুন্ন রাখতে জাতীয় নির্বাচনে আবারও নৌকার বিজয় ঘটাতে হবে।
আজ ২৯ আগষ্ট সোমবার বাজুয়া ইউনিয়ন আওয়ামী
লীগ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে বাজুয়া ইউনিয়ন পরিষদ মিলয়াতনে বিকাল ৪ টারদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠের বক্তরা এসব কথা বলেন।
বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অপরাজিত মন্ডল অপুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তুষার রায় ও রতন মন্ডলের পরিচালনায় বক্তৃিতা করেন দাকোপ – বটিয়া ঘাটার সাবেক সংসদ সদস্য
ও খুলনা জেলা কমিটির সদস্য ননীগোপাল মন্ডল,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ
আবুল হোসেন,খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ও হিন্দু কল্যান ট্রাষ্টি নান্টু রায়,উপজেলা আওয়ামীলীগ
এর সাধারন সম্পাদক ও দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস,সহ উপজেলা আঃলীগের সভাপতি সরোজিত কুমার রায়,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কৈলাশগঞ্জ ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস রায়, সন্জিব মন্ডল,দেবব্রত বিশ্বাস,কেএম কবির হোসেন,হাতেম শেখ,অ্যাডঃঅসিম বৈদ্য আজগগর হোসেন ছাব্বির,জিএম রেজা,উপজেলা ছাত্রলীগের সাধার সম্পাদক লিটন সরদার,রাজু বাছাড়,রাহুল রায়,পল্লব রায়,প্রিস্ন শেখ,প্রমুখঃ।