মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদকঃ
ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে ও সিসি ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১ লা সেপ্টেম্বর বেলা ১২ টায় বোরহানউদ্দিন থানা পুলিশের আয়োজনে বোরহানউদ্দিন পৌর বাজারে সিসি ক্যামেরা স্থাপন ও বোরহানউদ্দিন থানা কমপ্লেক্সে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় ৷
বোরহানউদ্দিন থানার ওসি( তদন্ত) আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ শাহিন ফকিরের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম,পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি মাদকবিরোধী,নারী নির্যাতন,কিশোর গ্যাং,বাল্যবিবাহ, চাঁদাবাজি,বিকাশ ও জিনের বাদশা সেজে প্রতারনা জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক,বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,বোরহানউদ্দিন উপজেলা নিবাহী কর্মকর্তা সাইফুর রহমান,বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার,ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ।
এসময় আরো বক্তব্য রাখেন আজকের পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আকাশ,বিআরডিবির চেয়ারম্যান জসিমউদ্দিন উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ,সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।