মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদকঃ
ভোলার বোরহানউদ্দিনে যুব উন্নয়ন বিভাগের উদ্যোগে দুই মাসব্যাপী ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সরকারের টেকাব(টেকনোলজি এমপায়ারম্যান্ট সেন্টার অন হুইল ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ)প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,ভোলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবেদ শাহ্,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সহকারী কমিশনার(ভূমি)মুন্নী ইসলাম,ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ,টবগী ইউনিয়নের চেয়ারম্যান জসিমউদ্দিন হাওলাদার,উপজেলা সরকারী প্রোগ্রামার মিজানুর রহমান হাওলাদার,প্রশিক্ষণার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোক উপস্থিত ছিলেন।
জানা যায়, ওই প্রশিক্ষণে চল্লিশ জন প্রশিক্ষণার্থী দুই মাস মেয়াদী প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।