গুরুদাসপুর,নাটোর প্রতিনিধি,রহমত আলীঃনাটোরের গুরুদাসপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ সাইদুর রহমান গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে বলেছেন, স্বাস্থ্য কমপ্লেক্সেকে দেশের এক নম্বরে আনতে হলে গেট থেকে শুরু করে রোগীদের বেড, টয়লেট,মেঝে, আউটডোর, ইনডোর সহ সবকিছু বাড়ির মত পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন শেষে ডাক্তার নার্স ও স্টাফদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
এ সময় ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা.সরোয়ার মিলন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সাইদুর রহমান আরও বলেন, ডাক্তারদের নিয়মিত নির্দিষ্ট সময় পর্যন্ত ডিউটি করতে হবে। রোগীদের সাথে ভালো আচরণ করতে হবে। দায়িত্বে অবহেলা করে রোগীদের অযথা দূরে রেফার্ড করা যাবে না। গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সর চিহ্নিত সমস্যাগুলোর পরিবর্তন করতে হবে।
কমপ্লেক্সের উপস্থিত সবাই পরিবর্তনের জন্য পনের দিন সময় চাইলে প্রধান অতিথি তাদের দু’মাস সময় দেন।