তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নে চিকসা গ্রামে ১টি সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের চিকসা গ্রামে সি এন আর এস এর সহযোগীতায় সরকারি রাস্তা হতে প্রাইমারি স্কুলে যাওয়ার রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন জননন্দিত চেয়ারম্যান জনাব জুনাব আলী।
জানা যায় এবারের বয়াল রাক্ষসী বন্যায় তাহিরপুরের সদর ইউনিয়নের চিকসা গ্রামের স্কুলের রাস্তাটি বিশাল ক্ষতিগ্রস্ত হয় যার কারনে স্কুলে বাচ্চারা আসা যাওয়া করতে সমস্যা হতো। রাস্তা উদ্বোধন করার পর দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এ সময় চেয়ারম্যান জুনাব আলী বলেন, তাহিরপুর সদর ইউনিয়নের আনাচে-কানাচে অনেক রাস্তার কাজ অসমাপ্ত রয়েছে, আস্তে আস্তে সবগুলো কাজ করা হবে। এবারের বন্যায় চিকসা গ্রামের স্কুলের রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয় বাচ্চাদের স্কুলে যাতায়াত করতে সমস্যা হয় তাই আজকে এই রাস্তাটির কাজের উদ্বোধন করলাম। এই ইউনিয়নে আমি চেয়ারম্যান থাকাবস্থায় কোনো রাস্তার কাজ অসমাপ্ত থাকবেনা ইনশাল্লাহ । রাস্তার কাজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শফিক মিয়া, প্যানেল চেয়ারম্যান তোজাম্মেল হক নাছরুম, স্কুল কমিটির সভাপতি লোকমান হেকিম,চিকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।