সাইফুর রহমান শামীম,কুড়িগ্রামঃ এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুড়িগ্রামে ২ হাজার ২০৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়াও ১৬১ জন ছাত্র জিপিএ-৫ পেয়ে শীর্ষে রয়েছে জেলার কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়। প্রতি বছরের ন্যায় এবারেও শীর্ষ স্থানীয় ফল ধরে রেখেছে এ প্রতিষ্ঠানটি। তবে এরপরেই ১৩৬ জন জিপিএ-৫ পেয়ে ২য় অবস্থানে রয়েছে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ভালো ফলাফল করেছে উলিপুরের এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুল।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে ঢাকায় ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো:শামছুল আলম। তিনি জানান, বিগত বছরের চেয়ে এবার আমার জেলার এসএসসির ফলাফল অনেক ভালো। এবার পাশের হার শতকরা ৭৫ শতাংশ বলেও তিনি জানান।
দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত তথ্যনুযায়ী, কুড়িগ্রামে এ বছর ১০ হাজার ৩০৯ জন ছাত্র ও ৮ হাজার ৮৯৪ জন ছাত্রীসহ মোট ১৯ হাজার ২০৩ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করে । এর মধ্যে ৭ হাজার ৭৫৫ জন ছাত্র ও ৬ হাজার ৬৫২ জন ছাত্রীসহ মোট ১৪ হাজার ৪০৭ জন শিক্ষার্থী পাশ করে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মোট ২ হাজার ২০৩ জন । জেলায় মোট পাশের হার ৭৫.০২ শতাংশ।
এদিকে, সর্বোচ্চ ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আব্দুল হাই সিদ্দিকী জানান, আমাদের এবছর মোট শিক্ষার্থী ছিল ২৪৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১৬১ জন ছাত্র। এছাড়া আমাদের এ প্রতিষ্ঠানের গড় পাশের হার ৯৯.৫০ শতাংশ বলেও জানান তিনি।