কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজার দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসার হিফজ রিভিশন সমাপনী ও শবিনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) রাতে শহরের কস্তুরাঘাট ফয়সাল টাওয়ারস্থ প্রধান ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার মাদরাসা জায়েদ বিন সাবিতের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুবিনুল হক।
হিমছড়ি তা’লিমুল কুরআন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাওলানা শামশুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কক্সবাজার বায়তুশ শরফ শাহ কুতুবউদ্দিন হেফজখানার প্রধান শিক্ষক ও হিমছড়ি দক্ষিণ মাংলাপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ নাসির উদ্দিন, কক্সবাজার ওয়াপদা জামে মসজিদের খতীব ও হুফফাজুল কুরআন সংস্থার জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রিদওয়ানুল কাবীর, হিমছড়ি দক্ষিণ মাংলা পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আজগর হোসেন আজাদ, কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি ও সিবিএনের বার্তা সম্পাদক ইমাম খাইর।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও লালদীঘি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে ক্বারি রুস্তম উদ্দিন, হাফেজ মাওলানা শাহরিয়ার আসিফ, হাফেজ মোস্তফা কামাল, অভিভাবক তারিকুল ইসলাম রুবেল, সরওয়ার কামাল, আব্দুল্লাহ আল মাসুমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রবিবার থেকে ত্রিশপারা কুরআনের শবিনাখতম সমাপ্ত করেছেন চুনতি সুফি নগরের বাসিন্দা আকতার হোসাইনের ছেলে আব্দুল্লাহ আল মাহমুদ।
হিফজ সবক সমাপ্ত করেছেন মহেশখালীর পুটিবিলার বাসিন্দা সরওয়ার কামালের ছেলে সাঈদ মুহাম্মদ তাহিম।
স্বাগত বক্তব্যে হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজী বলেন, সঠিক শিক্ষা না পাওয়ার কারণে অনেক ছেলে মেয়ে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। দুনিয়া ও আখেরাতে কামিয়াবির জন্য সন্তানদের দ্বীনি শিক্ষায় গড়ে তুলতে হবে।