মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী উত্তর হরিনচড়া পুরাতন এলাহি জামে মসজিদ ছাদ ঢালাই উপলক্ষে মসজিদ মাঠ প্রাঙ্গণে ৬ষষ্ঠ তম ৩দিন ব্যাপী বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অতি সুন্দর ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত সোম,মঙ্গল ও বুধবার (০৪,০৫,০৬ই মার্চ) প্রত্যাহ বাদ আসর হতে কেরাত,ইসলামী সংগীত এর মধ্য দিয়ে প্রথম দিন হরিনচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এছাহাক আলী। মাহফিলে প্রধান মুফাসি্সরঃ হযরত মাওলানা আলহাজ্ব সাইফুল ইসলাম জিহাদী (দারুল হুদা মদিনাতুল উলুম মাদ্রাসা, রংপুর), বিশেষ মুফাসি্সরঃ হযরত মাওলানা হাসিনুর রহমান।
দ্বিতীয় দিন এমতাজ আলীর সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মশিয়ার রহমান। মাহফিলে প্রধান মুফাসি্সরঃ শাইখুল হাদিস হযরত মাওলানা আলহাজ্ব মনজুরুল ইসলাম আফেন্দি (প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া ইসলাম বাগ,ঢাকা),বিশেষ মুফাসি্সরঃ হযরত মাওলানা আকরামুজ্জামান (মুহতামিম মাদ্রাসায়ে জাবালে নুর চওড়া, নীলফামারী), বিশেষ মুফাসি্সরঃ হযরত মাওলানা মাহমুদ বিন আলম (খতিব,কেন্দ্রীয় জামে মসজিদ ডোমার)।
তৃতীয় দিন হরিনচড়া ইউনিয়নের চেয়ারম্যান রাসেল রানা’র সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার। মাহফিলে প্রধান মুফাসি্সরঃ হযরত মাওলানা ড, এইচ এম শহিদুল ইসলাম (অধ্যক্ষ দারুসসালাম মাদ্রাসা ও চেয়ারম্যান কাশফুল কুরআন ইনস্টিটিউট, রাজশাহী), বিশেষ মুফাসি্সরঃ হাফেজ হযরত মাওলানা আব্দুল হান্নান নুরী (ধর্মীয় সম্পাদক, বাংলাদেশ জাতীয় মুফাসি্সর পরিষদ, নীলফামারী), বিশেষ মুফাসি্সরঃ হাফেজ হযরত মাওলানা ইরফান আহমেদ (প্রভাষক, সংগলসি হাজিপাড়া আলিম মাদ্রাসা নীলফামারী)। এই তিন দিনের তাফসীরুল কুরআন মাহফিলের বক্তারা পবিত্র কুরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে।
উক্ত মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, কাজী আবদুল মালেক,ইউপি সদস্য আজিজুল ইসলাম ও উক্ত মসজিদ এবং মাহফিলের কমিটিবৃন্দ সহ মাহফিলে শত শত ধর্মপ্রাণ মসল্লির উপস্থিতিতে দেশ ও জাতির তথা মুসলিম উম্মতের সুখ-শান্তি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন প্রধান মুফাসি্সর।