বোরহানউদ্দিন,ভোলা প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনজনিত দূর্যোগপূর্ণ আবহাওয়ার সময় ঝুঁকি কমাতে ভেলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নে জেলেদে মাঝে জীবনরক্ষাকারী সামগ্রী প্রদান ও ব্যবহার বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বড়মানিকা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ লজিক প্রকল্পের সহোযোগিতায় বড়মানিকা ইউনিয়ন পরিষদের আয়োজনে উপকূলীয় অঞ্চলে মাছ ধরার নৌকাগুলিকে লাইফ জ্যাকেট ও লাইফবয়া জীবনরক্ষাকারী সামগ্রী বিতরণ করা হয়। বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বড়মানিকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ভোলা স্থানীয় সরকারের উপ-পরিচালক বিবেক সরকার ও বিশেষ অতিথি বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক বক্তব্য রাখেন। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী আহম্মদ আখন্দ সহ লজিক প্রকল্পের ডিস্ট্রক ক্লাইমেন্ট ফাইনাস কো অডিনেটর মোঃ হেলাল উদ্দিন ও রায়হান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বড়মানিকা ইউনিয়ন পরিষদ সচিব ও ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।