বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার চৌমুহনী বাজারে তা’লীমুল মিল্লাত মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে মাদ্রাসার অসহায় একশত শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র, শিক্ষা সামগ্রী, পুরস্কার সহ নতুন পোশাক বিতরণ করা হয়।
বুধবার (১৮ জানুয়ারি) তা’লীমুল মিল্লাত মাদ্রাসা ও এতিমখানার মাঠে শীতবস্ত্র, শিক্ষা সামগ্রী, পুরস্কার সহ নতুন পোশাক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক,বিশেষ অতিথি মোঃবাহাউদ্দীন এর পক্ষে মোঃ আল-আমিন সমাজ কল্যাণ অধিদপ্তর (ফিল্ড সুপারভাইজার) সভাপতি আলহাজ্ব আঃ রব কাজী (চেয়ারম্যান) এর পক্ষে অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান
(ইউপি সদস্য)মোঃ গোলাম রহমান নোমান।আরো উপস্থিত ছিলেন, তা’লীমুল মিল্লাত মাদ্রাসা ও এতিমখানার সভাপতি
মাওলানা মোঃ সফিউল্লাহ সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেন,মাদ্রাসার যে কোন সমস্যা হলে আমাকে জানাবেন আমি সমস্যা সমাধানের চেষ্টা করবো। পরে তিনি অসহায় শিক্ষার্থীদের হাটে শীতবস্ত্র, শিক্ষা সামগ্রী, পুরস্কার সহ নতুন পোশাক তুলে দেন।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক ,তা’লীমুল মিল্লাত মাদ্রাসা ও এতিমখানাটি পরিদর্শন করেন এবং ছাত্র-ছাত্রীদের খোঁজখবর নেন।