হেলাল হোসেন কবিরঃ নবাব সিরাজউদ্দেলার শাসন ও জীবন কাহিনী নিয়ে ১৭৫৬ সালের ১৯ জুন থেকে ১৭৫৭ সালের ১৯ জুন পর্যন্ত সময় সীমার ইংরেজ ও বাঙ্গালিদের মধ্যে ঘটে যাওয়া ঘটনা নিয়ে নির্মিত নাটক বহু মানুষের হৃদয় কেড়েছে।
লালমনিরহাট বর্ণমালা থিয়েটারের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে “নাটক জীবন নয় কিন্তু জীবনটা নাটকের মত” এই শ্লোগানকে সামনে রেখে নবাব সিরাজউদ্দৌলা নাটক মঞ্চ হয়েছে।
৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় বর্ণমালা থিয়েটারের একদল তরুণ অভিনয় শিল্পী এই নাটকে অভিনয় করেন।
নাটক শেষে বিভিন্ন অতিথিগণ নাটক সম্পর্কে তাদের অনুভূতি প্রকাশ করেন।