এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা জামায়াতের আমীর আব্দুল করিমসহ দুই নেতাকে গতকাল বৃহস্পতিবার ভোরে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরে আব্দুল করিমকে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুরের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। অপরজন আব্দুল্যাহ আল মাহমুদকে বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বল্লমঝাড় ইউনিয়ন জামাতের আমির। আব্দুল করিম গাইবান্ধা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। আব্দুল্যাহ আল মাহমুদ বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আলফালা মসজিদের পাশের একটি বাড়িতে গোপন বৈঠক করছিলেন জামায়াতের নেতাকর্মীরা। খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় সবাই পালিয়ে যান। পরে সেখান থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। ওই ঘটনায় বিস্ফোরক রাখার দায়ে বিশেষ ক্ষমতা আইনে ১৮ জনের নাম উল্লেখ করে ৪০ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে হাজির করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।