মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলায় বাবা ফজলে হককে (৬৯) কুপিয়ে হত্যা করেছে ছেলে গোলাম আজম (২৯)। ৫ ফেব্রুয়ারি
রবিবার দিবাগত রাতে পৌর শহরের শান্তিনগর একুশে মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিজ বাবাকে হত্যা করার পর ছেলে গোলাম আজম নিজেই ছুটে যান ঠাকুরগাঁও সদর থানায়। সে খানে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে হত্যার বিষয়টি স্বীকার করেন। পরে পুলিশ দ্রুত ছুটে যান ঘটনাস্থলে। তদন্ত শেষে ৬ ফেব্রুয়ারি সোমবার ভোরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে ছেলেকে।
বাসায় পরিবারের অন্যান্য সদস্যরা থাকলেও কিছুটা দুরত্বে থাকায় হত্যার ঘটনাটি কেউ জানাতে পারেননি বলে জানান তারা। স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম আজম রাজশাহী প্রকৌশল এ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শেষ করেছেন। পারিবারিক বিভিন্ন সমস্যায় বাবা ছেলের মধ্যে বাক-বিতণ্ডতায় মাঝরাতে এক পর্যায়ে ঘরের ভেতরে থাকা দেশিয় অস্ত্র দিয়ে নিজ বাবার শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে হত্যা করার পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে হত্যাকারী গোলাম আজম। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নিজ বাড়িতে ঘটনাটি ঘটেছে। কি কারনে এমন হত্যাকান্ড ঘটানো হয়েছে তা এখনো বলা যাচ্ছে না। আমরা তদন্ত করছি। ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।