এইচ এম শহীদ,পেকুয়া প্রতিনিধিঃ পেকুয়ায় উপজেলা প্রেসক্লাব ও পেকুয়া উপজেলা অনলাইন প্রেস ক্লাবের অফিস উদ্বোধন এবং যৌথ উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৩১শে মার্চ)বিকেল ৫ টার দিকে
উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাজ্জাদ হোছাইন ও পেকুয়া উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ ফারুকের যৌথ সভাপতিত্বে সাংবাদিক এফ এম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এইচ.এম বদিউল আলম, মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরী, পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার হানিফ চৌধুরী, চকরিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ইবনে আমিন, সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথ, পেকুয়া উপকুলীয় প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম হিরু, পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মিনহাজ উদ্দিন, চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আজিম, পেকুয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মৌলভী হাছান রাব্বানীসহ আরো অনেকে।
এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক দেশ রুপান্তরের পেকুয়া প্রতিনিধি এম গিয়াস উদ্দিন, দৈনিক হিমছড়ি পেকুয়া অফিস প্রধান সাইফুল ইসলাম বাবুল, দৈনিক কক্সবাজারের পেকুয়া প্রতিনিধি মোঃ হাসেম, দৈনিক সময়ের আলোর চকরিয়া প্রতিনিধি ইমরান হোছাইন, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি সাখাওয়াত হোসেন সুজন, দৈনিক ইনানীর প্রতিনিধি মোঃ রিয়াজ উদ্দিন, দৈনিক আপন কন্ঠ পত্রিকার প্রতিনিধি রেজাউল করিম রাজু, জাতীয় দৈনিক আলোচিত কন্ঠ পত্রিকার প্রতিনিধি এইচ,এম শহীদ,দৈনিক মেহেদী পত্রিকার স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম বাহার, মোহনা টেলিভিশন প্রতিনিধি হারুন বিল্লাহ, দৈনিক বাঁকখালীর প্রতিনিধি মোঃ আজিজুল হক, চ্যানেল এস টিভির প্রতিনিধি দেলওয়ার হোছাইন, দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার প্রতিনিধি আবু ছাদেক, দৈনিক সময়ের কাগজ পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক হিমছড়ি প্রতিনিধি গোলাম রহমান, দৈনিক মুক্ত খবর পত্রিকার প্রতিনিধি আব্দুল আল মামুন ফারুকী, পলাশী বাংলার স্টাফ রিপোর্টার তৌহিদুল ইসলাম প্রমূখ। এসময় এই ছাড়াও ব্যবসায়ী ব্যাংক কর্মকর্তা শিক্ষক সহ শ্রেণী পেশার মানুষ ইফতার ও আলোচনা সভায় অংশ নেন।
আলোচনা সভার শেষে অতিথিরা ফিতা কেটে নতুন অফিস উদ্বোধন করেন।