মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ ভোলার বোরহানউদ্দিন থানা পরিদর্শন করেছেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম।
বুধবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় বোরহানউদ্দিন থানা পরিদর্শন করেন পুলিশ সুপার।
পরিদর্শন শেষে তিনি উল্লেখিত থানায় অনুষ্ঠিত বিগত বছরের অপরাধ পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন।
এ সময় ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত সকল পুলিশ সদস্যদের অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
তিনি ঈদকে সামনে উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। তিনি মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন, বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স, জনসাধারনের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরন, গুরুত্বপূর্ণ স্থাপনা, সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় ও ব্যবসয়ি প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রদান সহ পুলিশি কার্যক্রম সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক-নির্দেশন প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ জহিরুল ইসলাম হাওলাদার,সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) প্রণয় রায়,বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া,বোরহানউদ্দিন থানার পরিদর্শক(তদন্ত) রেজাউল করিম রাজিব সহ ভোলা জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।