রাম বসাক,শাহজাদপুর,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের শাহজাদপুরের গাড়াদহ ইউনিয়নের তালগাছি বাজারে সিএনজি স্ট্যান্ডস্থ পাঁকা রাস্তার উপর মোঃ আনোয়ার হোসেন মাসুদ (৪৫) নামে এক মদ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি আনোয়ার হোসেন মাসুদ গাড়াদহ (নন্দিপাড়া) মৃত আব্দুল মান্নান এর ছেলে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব নজরুল ইসলাম মৃর্ধা জানান, ১ মে ২০২৩, একটি গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, শাহ্জাদপুর থানাধীন তালগাছি বাজারের সিএনজি স্ট্যান্ডস্থ পাঁকা রাস্তার উপর ১ জন ব্যক্তি দেশীয় তৈরি চোলাইমদ বিক্রয়ের জন্য সিএনজিসহ অবস্থান করছে, আনুমানিক প্রায় রাত ৯ টায় শাহজাদপুর থানার পুলিশ অফিসার আব্দুল আজিজ, জাহিদ হাসান ও সঙ্গীয় ফোর্সসহ তালগাছি বাজারের সিএনজি স্ট্যান্ডস্থ পাঁকা রাস্তার উপর উপস্থিত হলে সিএনজির মধ্যে থাকা ১ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন মাসুদকে ২ টি ২০ লিটারের সাদা রংয়ের জারিকেনে ভর্তি মোট ৪০(চল্লিশ) লিটার দেশীয় তৈরি মদ ও রেজিস্ট্রেশন বিহীন সিএনজি সহ গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, শাহজাদপুর থানার পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন মাসুদ স্বীকার করেন যে, দীর্ঘদিন যাবৎ দেশীয় তৈরি চোলাইমদ উল্লাপাড়ার লাহিরী মোহনপুর থেকে শাহজাদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে নিয়ে এসে বিক্রয় করছেন।
এ ব্যাপারে শাহজাদপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে এবং তাকে কোর্টে প্রেরণ করা হলে উক্ত আসামিকে কোর্ট জেল হাজতে প্রেরণ করেছে ।
বিশিষ্ট মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন মাসুদের গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে জনে মনে স্বস্তি ফিরে এসেছে, সুধী ও সুশীল সমাজ জানান এ ধরনের মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে প্রতিটি এলাকায় মাদকমুক্ত গড়া সমাজ সম্ভব হবে।