হিরক খান,মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর শহরের তাঁতীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভলভো কোম্পানির সীল বানিয়ে ব্যাটারি পানি তৈরি করার অভিযোগে কোম্পানির মালিককে জরিমানা করা হয়েছে।
বুধবার (মে) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে, ভলভো কোম্পানির সীল বানিয়ে ব্যাটারি পানি তৈরি করার অভিযোগে কোম্পানির মালিক আহসান হাবীবকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন তিনি।
ভ্রাম্যমাণ অভিযান সূত্রে জানা যায়, কারখানার বৈধ কোন কাগজপত্র না থাকার পরেও যশোরের ভলভো কোম্পানির সীল মেরে ব্যাটারীর পানি তৈরি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে পুলিশের একটি দল সহযোগিতা করে।